পদ্মা সেতুতে দশম স্প্যান, দেড় কিলোমিটার দৃশ্যমান

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দশম স্প্যান বসানোর পর দেড় কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2019, 09:16 AM
Updated : 10 April 2019, 04:04 PM

সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাওয়ায় ১৩ ও ১৪ নম্বর পিয়ারের ওপর এই স্প্যানটি বসানো হয়।

এর আগে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে একটি ভাসমান ক্রেন স্প্যানটি নিয়ে আসে।

প্রকৌশলীরা জানান, ক্রেনটি সকাল সোয়া ৮টার দিকে রওনা হয়ে ৯টার দিকে ১৩ ও ১৪ নম্বর পিয়ারের সামনে চলে আসে। এরপর প্রক্রিয়া শেষ করে বেলা সাড়ে ১২টার দিকে ধূসর রংয়ের স্প্যানটি বসানো হয়। এর দৈর্ঘ্য ১৫০ মিটার, ওজন তিন হাজার ১৪০ টন।

এছাড়া আগামী ২০ এপ্রিল নাগাদ জাজিরায় ৩৪ ও ৩৩ নম্বর পিয়ারের ওপর ১১তম স্প্যানটি বসানোর লক্ষ্য রয়েছে বলে সেতুর প্রকৌশলীরা জানিয়েছেন।

২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান বসানো হয়।

সেতু বিভাগ জানায়, প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার; ৪২টি পিয়ারের উপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে।

 

দশম স্প্যানটি বসানোর খবরে আনন্দ প্রকাশ করেছে পদ্মাপারের মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রায় সাত কোটি মানুষের দীর্র্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এ সেতু নির্মাণের মধ্য দিয়ে।