বরগুনায় স্ত্রী হত্যায় প্রাণদণ্ড

বরগুনায় নয় বছর আগে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায়ে দিয়েছে আদালত।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2019, 11:05 AM
Updated : 9 April 2019, 11:05 AM

সেই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছে আদালত।

মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতি এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত নুরুজ্জামানপাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর গ্রামের আবদুল হামিদ দর্জির ছেলে।

এ মামলায় নুরুজ্জামানের মা আরবজান ও ভাই রিয়াজকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০০৮ সালের ১০ অক্টোবর পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের রুস্তুম আলী আকনের মেয়ে নাদিরা পারভীনের সঙ্গে নুরুজ্জামানের বিয়ে হয়।  

পারিবারিক বিরোধের কারণে ২০১০ সালের ১৯ আগস্ট নাদিরাকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে।
পরে মা ও ভাইয়ের সহযোগিতায় ওড়না দিয়ে নাদিরার গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজান বলে এজাহারে উল্লেখ করা হয়। 

তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু করেন।