ঝালকাঠিতে  মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝালকাঠিতে মাদকের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2019, 09:54 AM
Updated : 9 April 2019, 09:54 AM

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকার জরিমানা দেওয়া হয়েছে।  

দণ্ডিত নূর আলম খান (৩৪) জেলার নলছিটি উপজেলার গ্রামের ওহাব খানের ছেলে।

মঙ্গলবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।  

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীএম আলম খান কামাল জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ২৮ জুলাই রাতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল বিক্রির সময় নূর আলম খানকে গ্রেপ্তার করে।

পরে তার দেওয়া তথ্যে বাড়ির পাশে একটি মাছের ঘের থেকে ৩২০ বোতল ও ২০ লিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পর দিন র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক মো. আবদুর রহিম নাঈম বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে থানার এসআই আতিকুল ইসলাম ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৬ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।