বগুড়ায় গুলিতে আহত এএসআইকে ঢাকায় স্থানান্তর

বগুড়ায় সন্দেহভাজন চরমপন্থিদের গুলিতে আহত পুলিশের এএসআই নান্নু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2019, 06:14 AM
Updated : 9 April 2019, 06:15 AM

শেরপুর থানার ওসি হুমায়ন কবির জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে এএসআই নান্নু মিয়াকে মঙ্গলবার ভোরে ঢাকায় পাঠানো হয়। 

সোমবার রাত ১২টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় টহল দেওয়ার সময় গুলিবিদ্ধ হন এএসআই নান্নু মিয়া।

ওসি হুমায়ন কবির বলেন, নান্নুসহ তিন পুলিশ সদস্য ভাড়ায় চালিত একটি অটোরিকশায় করে ভবানীপুর বাজার এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় ভবানীপুর মন্দির সড়ক দিয়ে পূর্ব বাংলা সর্বহারা পার্টির একটি দল যাচ্ছিল।

“নান্নু মিয়া তাদের চ্যালেঞ্জ করলে দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় এএসআই নান্নুর হাঁটুতে গুলি লাগে।”

আহত নান্নুকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোরের দিকে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে জানান ওসি।