বরগুনায় বিদ্যালয়ের ছাদ ভেঙে শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

বরগুনার তালতলী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে এক শিক্ষার্থী নিহত ঘটনায় পাঁচ সদরস্যর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2019, 10:28 AM
Updated : 7 April 2019, 10:41 AM

বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহবুব আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএন মিজানুর রহমান, তালতলীর ইউএনও দ্বীপায়ন দাশ শুভ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ।

এ কমিটিকে আগামী তিনদিনে মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।  

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলার সময় তালতলীর ছোট বগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বিম ভেঙে পড়লে চার শিক্ষার্থী আহত হয়। এ সময় মাথায় আঘাত পেয়ে মানসুরার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

এছাড়া এ ঘটনায় রুমা আক্তার ও ইসমাইল হোসেনসহ আরও তিন শিক্ষার্থী আহত হলে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জেলা প্রশাসক আরও জানান, শনিবার সন্ধ্যার পরে মানসুরার লাশ তার গ্রামের বাড়ি গেণ্ডামারায় দাফন করা হয়। এছাড়া ওই পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান মাহবুব আলম বলেন, তারা তদন্ত কাজ শুরু করেছেন। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান জানান, বরিশাল বিভাগের শিক্ষা পরিচালকের সঙ্গে রোবাবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহত শিক্ষার্থীদের দেখতে যান।

আহতরা অনেকটা সুস্থ হয়ে উঠছেন বলে জানান তিনি।