গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ এক পরিবারের ৪ জন 

নারায়ণগঞ্জ সদরে এলপি গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ধরে এক পরিবারের মা-ছেলেসহ চারজন দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2019, 06:06 PM
Updated : 6 April 2019, 06:09 PM

ফতুল্লার গিরিধারা এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সিদ্ধিগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শাহজাহান মিয়া জানান।

দগ্ধ ফাতেমা বেগম (৩০), তার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫), মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) ও সাফওয়ান আলীকে (১০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইন টাওয়ার ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যান।

“ম্যাচের কাঠি জ্বালোনোর সঙ্গে সঙ্গে এলপি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে এবং তা পুরো ঘরে ছড়িয়ে যায়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে সাইফ আলী বেগের অবস্থা গুরুতর বলে জানান তিনি।