বাগেরহাট বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

বাগেরহাটে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন; এছাড়া তার স্ত্রী-সন্তানসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2019, 09:41 AM
Updated : 6 April 2019, 09:41 AM

জেলার মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. দেলোয়ার হোসেন জানান, শনিবার বেলা ১২টার দিকে কচা নদীর ব্রিজ এলাকায় বাগেরহাট-পিরোজপুর সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত রফিক শেখের (৩৮) বাড়ি পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে।

আহতরা হলেন নিহত রফিকের স্ত্রী রুমা বেগম, দুই ছেলে রাকিব ও আবির এবং অটোরিকশা চালক আসলাম।

তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই দেলোয়ার বলেন, রফিক তার পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় করে বাগেরহাট থেকে পিরোজপুরের বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বাসটি অটোরিকশাকে অতিক্রম করার সময় ধাক্কা দেয়। অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে রফিক ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আরও চারজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।

তবে এ ঘটনায় পুলিশ বাস বা তার চালক-সহকারী কাউকে ধরতে পারেনি। বাসটি পালিয়ে গেছে বলে এসআই দেলোয়ার জানিছেন।