খুলনায় লরি চাপায় আহত ৩ পুলিশ ঢাকায়

খুলনা নগরীতে ট্যাংকলরি চাপায় গুরুতর আহত তিন পুলিশ কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2019, 02:06 PM
Updated : 4 April 2019, 02:07 PM

আহতরা হলেন কনস্টেবল নাঈম, তৌকির ও আবু বক্কর। এরা জেলা পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, বুধবার নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে মোস্তফার মোড় তারা দুর্ঘটনায় পড়েন। রাতেই তাদের ঢাকা পাঠানো হয়েছে।

রেজাউল করিম জানান, একটি মোটরসাইকেলে করে এই তিন কনস্টেবল নগরীর জিরো পয়েন্ট থেকে মোস্তফার মোড় হয়ে বয়রায় ডিআইজি অফিসে যাচ্ছিলেন।

“মোস্তফার মোড়ে পিছন থেকে আসা একটি দ্রুতগামী ট্যাংকলরি মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা রাস্তা থেকে দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলে নাঈমের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।”

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

“সেখানে অবস্থার অবনতি হলে নাঈমকে হেলিকপ্টারে করে এবং তৌকির ও আবু বক্করকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।”

ট্যাংকলরি জব্দ এবং চালক আব্দুর রহিম ব্যাপারী ও সহকারী আবু সাঈদ শেখকে আটক করা হয়েছে বলে ওসি জানান।