মুন্সীগঞ্জে ৪ ‘মাদক বিক্রেতা’ আটক

মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চার মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2019, 05:05 AM
Updated : 4 April 2019, 05:39 AM

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ও সন্ধ্যায় সদর ও শ্রীনগর উপজেলায় এ অভিযান চালানো হয়।

আটকৃতরা হলেন- শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও গ্রামের মান্নাফ শেখের ছেলে মনির শেখ (৪০) বালাশুর গ্রামের খালেক সরদারের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫), একই উপজেলার মধ্য কামারগাঁও গ্রামের মনির শেখ বেপারীর স্ত্রী শম্পা বেগম (৩৫) এবং লৌহজং উপজেলার জসিলদিয়া পুর্নর্বাসন কেন্দ্র এলাকার ইসমাইল শেখের ছেলে মো. দানেছ শেখ (৪৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শম্পা ও দানেছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

“এ সময় শম্পার কাছ থেকে পাঁচ পোঁটলা হেরোইন ও মাদক বিক্রির নগদ ছয় ৬০০ টাকা এবং দানেছের থেকে ৫০টি ইয়াবা ও মাদক বিক্রির ৮০০ টাকা উদ্ধার করা হয়।”

অন্যদিকে মনির ও দেলোয়ারের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক মামলা রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপনে খবর পেয়ে নিজ নিজ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।