মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: গোপালগঞ্জে ৪ ফার্মেসির জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2019, 04:47 AM
Updated : 4 April 2019, 04:47 AM

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান বুধবার উপজেলার টেকেরহাট ও জলিরপাড় বাজারে এ অভিযান পরিচালনা করেন।

শামীম হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ গ্লুকোজ, স্যালাইন ও  অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স মাস্টার ফার্মেসিকে এক হাজার, মেসার্স কর্মকার মেডিকেল হলকে দুই হাজার, মেসার্স শৈবাশৈলী ফার্মেসিকে এক হাজার ও মেসার্স বিশ্বাস ড্রাগ হাউজকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

গোপালগঞ্জের ওষুধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মণ্ডল ও মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিলেন।