কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2019, 10:23 AM
Updated : 3 April 2019, 10:35 AM

এছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে রাখারও আদেশ দিয়েছে আদালত।

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী বুধবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. রুবেল হোসেন (৩৮) জেলার ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি রুবেল আদালতে ছিলেন।

জেলা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১৭ সালে ২৮ অক্টোবর ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক থেকে একটি বাসে তল্লাশি চালিয়ে রুবেলের কাছে ৭৫০ গ্রাম হেরোইনের প্যাকেট পায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)(খ) ধারায় মামলা ভেড়ামারা থানায় মামলা হয়। একই বছর ৩০ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি অনুপ বলেন, শুনানি শেষে আদালত রুবেলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।