সাবেক আরডিএ মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির মামলা

দুই কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মতিনসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 02:12 PM
Updated : 2 April 2019, 02:12 PM

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুর ইসলাম বাদী হয়ে বগুড়ার শেরপুর থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় সরকারের পল্লী জনপদ প্রকল্পের জন্য বরাদ্দ টাকা থেকে দুই কোটি পাঁচ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় বলে বাদী জানান।

মামলার অন্য আসামিরা হলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (বরখাস্ত) মাহমুদ হোসেন খান, পরিচালক নজরুল ইসলাম খান, উপপরিচালক মো. আবিদ হোসেন মৃধা, উপপরিচালক শেখ শাহরিয়ার মোহাম্মদ, সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জুয়েল এবং হিসাবরক্ষক রুনিয়া ইসলাম রুমী।

মামলার বাদী আমিনুর ইসলাম জানান, ২০১৮ সালে তিনি মামলাটির তদন্তভার লাভ করেন। চার মাস তদন্ত শেষে এই মামলা দায়ের করা হয়।

আসামিদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মতিন অবসরকালীন ছুটিতে আছেন এবং পরিচালক মাহমুদ হোসেন খান সাময়িক বরখাস্ত রয়েছেন বলে আমিনুর বলেন।