চাঁপাইনবাবগঞ্জে ‘বিএসএফের গুলিতে’ ২ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 05:12 AM
Updated : 2 April 2019, 07:52 AM

নিহতরা হলেন উপজেলার ঠুটাপাড়া গ্রামের আফসার আলীর ছেলে সেনারুল (২৪) ও মনাকষা ইউনিয়নের তারাপুর মল্ডলপাড়ার বেলাল আলী কালুর ছেলে মিলন।

মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সমস্য হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে মিলনসহ আরও কয়েকজন ভারত থেকে ফিরে আসার সময় শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে মিলন আহন হন।

“মিলনকে উদ্ধার করে আনার পথে তার মৃত্যু হলে সঙ্গীরা লাশ বাংলাদেশ নিয়ে আসে।”

চাঁপাইনবাবঞ্জ বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, মাসুদপুর সীমান্তে একজনের গুলিবিদ্ধ লাশ পেয়েছেন তারা।

“তবে মিলন কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

মিলনের পর বেলা ১২টার দিকে সেনারুল নিহত হওয়ার খবর আসে।

সেনারুল সম্পর্কে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, “পুলিশ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ সেনারুলের লাশ উদ্ধার করেছে। তবে সেনারুল কিভাবে কখন মারা গেছেন তা জানা যায়নি।”

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।

সেনারুলের ভাই এনামুল বলেন, “মাসুদপুর সীমান্তে বিএসএফ গুলি করলে মাসুদ আহত হয়।

“আমরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় চামচিকারি গ্রামে দুলা ভাইয়ের বাড়িতে লাশ নেওয়া হলে পুলিশ সেখান থেকে লাশ নিয়ে যায়।”

তবে সীমান্তে তারা কেন গিয়েছিলেন সে বিষয়ে তারা কেউ কিছু বলতে চাননি।

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি গরু ব্যবসায়ীরা ভারতে যাওয়া-আসার সময় প্রায়ই বিএসএফের গুলিতে হতাহত হয়।