নারায়ণগঞ্জে মেরী এন্ডারসনে অভিযান, মদসহ গ্রেপ্তার ৭০

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের ভাসমান রেস্তোরাঁ ও বার মেরী এন্ডারসনে অভিযান চালিয়ে মদসহ ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 04:49 AM
Updated : 2 April 2019, 04:49 AM

সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা গয়েন্দা পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এই অভিযানে অংশ নেয়।

অভিযানে ৮১ কার্টন বিদেশি বিয়ার (প্রতি কার্টন ২৪টি ক্যান) এবং চার কার্টন বিদেশি মদ (প্রতি কার্টনে ১০টি বোতল) উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ৭০ জনকে।

অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেস্তোরাঁ ও বারের লোকজন ওই মদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।