নবীনগরে নির্বাচনোত্তর সহিংসতায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতায় এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2019, 05:52 PM
Updated : 1 April 2019, 05:52 PM

সোমবার সন্ধ্যায় কুড়িঘর বাজারে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাইদুল আলম (৩০) উপজেলার কুড়িঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের আবুল কালামের ছেলে ও বর্তমান কুড়িঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ভাতিজা।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মহসিন মিয়া জানান, রোববার অনুষ্ঠিত নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান দোয়াত কলম প্রতীকে জয়ী হন। সোমবার সন্ধ্যায় কুড়িঘর বাজারে তার সমর্থকরা ঢোল বাজিয়ে বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

“এ সময় একদল লোক মিছিলে দেশি অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে সাইদুল গুরুতর আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে ও পরবর্তী সহিংসতা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।