পদ্মা ও যমুনায় ঝড়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

পদ্মা ও যমুনা নদীতে কালবৈশাখী ঝড়ে দুটি ট্রলারডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2019, 05:31 PM
Updated : 1 April 2019, 05:33 PM

রোববার সন্ধ্যায় এ দুটি দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার নাসির উদ্দিন, করিম খান ও ইসমাইল হোসেন এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইয়াজ উদ্দিন ও চান মিয়া।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকার নবাবগঞ্জ এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মায় নদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি পাথর নিয়ে পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল।

“ট্রলারে থাকা সাতজন সাঁতরে তীরে আসেন। তবে নাসির, করিম ও ইসমাইল নিখোঁজ হন।”

মিজানুর রহমান আরও জানান, প্রায় একই সময়ে শিবালয়ের পাটুরিয়া ঘাটের অদূরে যমুনা নদীতে অপর একটি ট্রলার ডুবে যায়। এতে ইয়াজ উদ্দিন ও চান মিয়া নিখোঁজ হন।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় ডুবুরি দল। তবে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার আবার অভিযান চালানো হবে বলে মিজানুর জানান।