উপজেলায় ভোট: ৫ জেলায় আ. লীগের ১৮, স্বতন্ত্র ১৪

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ জেলায় আওয়ামী লীগ প্রার্থীরা ১৮টিতে আর স্বতন্ত্র প্রার্থীরা ১৪টিতে জয় পেয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2019, 02:05 PM
Updated : 1 April 2019, 02:06 PM

এর মধ্যে বাগেরহাটের নয়টি উপজেলার সবগুলোয় জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:

বাগেরহাট

বাগেরহাটে নয় উপজেলায় নৌকার প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।

রোববার ভোট শেষে রাতে জেলার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম ফল ঘোষণা করেন।

নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন ফকিরহাটে উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্বপন কুমার দাশ, মোল্লাহাটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা, মোরেলগঞ্জে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহী আলম বাচ্চু।

এর আগে বিনা ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হন বাগেরহাট সদরে জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীন, কচুয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, রামপালে উপজেলা যুবলীগ সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, মংলায় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. তাহের হাওলাদার, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন আকন ও চিতলমারীতে জেলা আওয়ামী লীগের সদস্য অশোক কুমার বড়াল।

বরগুনা

বরগুনায় দুটিতে আওয়ামী লীগ ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম, আমতলীতে চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান, বেতাগীতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মাকসুদুর রহমান ফোরকান, বামনায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাইতুল ইসলাম লিটু মৃধা, পাথরঘাটায় চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তফা গোলাম কবির।

যশোর

যশোরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার পাঁচ প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন জয় পেয়েছেন।

কেশবপুরে স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বাঘারপাড়ায় স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম কাজল, ঝিকরগাছায় স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম, চৌগাছায় আওয়ামী লীগের মোস্তানিছুর রহমান, অভয়নগরে আওয়ামী লীগের শাহ্ ফরিদ জাহাঙ্গীর, মণিরামপুরে আওয়ামী লীগের নাজমা খানম।

এর আগে যশোর সদরে আওয়ামী লীগের শাহীন চাকলাদার ও শার্শায় আওয়ামী লীগের সিরাজুল হক মঞ্জু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

খুলনা

খুলনায় উপজলো পরিষদ নর্বিাচনে দুটিতে নৌকার র্প্রাথী আর চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করছেনে।

রূপসা উপজেলায় নৌকার কামাল উদ্দিন বাদশা, পাইকগাছা উপজেলায় নৌকার গাজী মোহাম্মদ আলী, তেরখাদা উপজেলায় দোয়াত-কলম প্রতীকে শহিদুল ইসলাম, কয়রা উপজেলায় আনারস প্রতীকে এসএম শফিকুল ইসলাম, দাকোপ উপজেলায় চিংড়ি মাছ প্রতীকের মুনসুর আলী খান, দিঘলিয়া উপজেলায় আনারস প্রতীকের শেখ মারুফুল ইসলাম।

টাঙ্গাইল

টাঙ্গাইলের ১২টি উপজেলার আটটিতে আওয়ামী লীগ আর চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

তাদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন হলেন - সদর উপজেলায় শাহজাহান আনসারী, ধনবাড়ীতে হারুনার রশিদ হীরা, মধুপুরে আবু খান, গোপালপুরে ইউনুছ ইসলাম তালুকদার, ঘাটাইলে শহিদুল ইসলাম লেবু, ভূঞাপুরে আব্দুল হালিম, মির্জাপুরে মীর এনায়েত হোসেন মন্টু।

স্বতন্ত্র প্রার্থীরা হলেন - কালিহাতীতে আনছার আলী, দেলদুয়ারে মাহমুদুল হাসান মারুফ, নাগরপুরে আব্দুস সামাদ, বাসাইলে কাজী অলিদ ইসলাম।