নড়াইলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত 

নড়াইল সদর উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রের ছাত্রের প্রাণ গেছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2019, 08:50 AM
Updated : 1 April 2019, 08:50 AM

সোমবার সকাল ৯টার নরাইল পৌরসভার বরাশুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার এসআই রেজাউল করিম জানান।

নিহত রায়হান বরাশুলা গ্রামের কৃষক বশির মোল্যার ছেলে। সে বরাশুলা ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের প্রতিবেশী হাফিজুর রহমান জানান, রায়হানের দাদা মশিয়ার রহমান ও পাশের ডুমুরতলা গ্রামের দেলোয়ার হোসেন এলাকায় ট্রল চালান।

ঘটনার সময় বাড়ির কাছে রাস্তার পাশে থাকা ট্রলির কাছে দাদার সঙ্গে দেখা করতে যায় রায়হান। এক পর্যায়ে সে ট্রালির পিছনের অংশ ধরে খেলা করার সময় ‘অসাবধানতাবশত’ চালক দেলোয়ার ট্রলিটি চালু করে পিছনের নেওয়ার চেষ্টা করে।

“এ সময় পিছনে ট্রলির পেছনে ঝুলে থাকা রায়হান ঝাঁকুনিতে পড়ে যায় এবং ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা রায়হানকে মৃত ঘোষণা করেন।”

এসআই জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় লাশ হস্তান্তরের প্রস্ততি চলছে।