রাজশাহী জুট মিলে বেতন বাকি ৩ মাস, শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ভাতা প্রদানসহ নয় দফা দাবিতে রাজশাহী জুট মিলের শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 03:44 PM
Updated : 31 March 2019, 03:44 PM

রোববার রাজশাহীর কাটাখালীতে অবস্থিত এই পাট কলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, গত জানুয়ারি মাস থেকে জুট মিলে কর্মরত সকল কর্মকর্তা ও শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

এছাড়া মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা প্রদানসহ নয় দফা দাবি রয়েছে তাদের। দাবি মানা না হলে ধর্মঘটের কর্মসূচি দেওয়ারও হুমকি দেন এই শ্রমিক নেতা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। মিছিল নিয়ে তারা মেইন গেটে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ১০ মিনিট পর পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

বিক্ষোভে জুট মিলের প্রায় ৮০০ শ্রমিক অংশ নেন। পরে মিল চত্বরে গিয়ে পথসভা করে দ্রুত বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

১ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে পরদিন থেকে তারা ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকার হুমকি দেন তারা।