ভোটারকে মারধরের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ভাইপো আটক

যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ‘নৌকায় ভোট দেওয়ায়’ এক ভোটারকে মারপিটের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর স্বজনকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 01:22 PM
Updated : 31 March 2019, 02:19 PM

চৌগাছা থানার এসআই সাইফুল ইসলাম জানান, চৌগাছার চাঁদপুর হাজী মুর্তুজা সরদার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার এ ঘটনা ঘটে।

আটক তারেক মাহমুদ পিয়াস স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাইপো। এসএম হাবিব চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর হাজী মুর্তুজা সরদার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লিটন নামে একজন ভোটার নৌকা মার্কায় ভোট দিতে চাইলে তাকে মারপিট করেন পিয়াস। এ সময় পুলিশ তাকে আটক করে।

একই কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ আদালত বুথে অবৈধ অবস্থানকারী গোলাম মোস্তফা নামে অপর এক ব্যক্তিকেও আটক করে বলে এসআই সাইফুল জানান।

মণিরামপুরে ‘জাল’ ভোট দিতে গিয়ে আটক ৫

এদিকে, মণিরামপুর উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে আটক কর হয়।

এরা হলেন স্মরণপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে আমিনুর রহমান, পট্টি গ্রামের আমিনুর রহমানের ছেলে শুভ হোসেন, ওই গ্রামের এমদাদুল হকের ছেলে ইমন, বাসুদেবপুর গ্রামের হৃদয় হোসেন এবং ভোজগাতী গ্রামের জামাল হোসেনের ছেলে সাগর হোসেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিঠু শেখর দত্ত বলেন, কেন্দ্রের মাঠে ভোট দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন সাতজন। এ সময় সন্দেহ হলে ভ্রাম্যমাণ আদালত তাদের চ্যালেঞ্জ করে। প্রথমে তারা নিজেদের ভোটার হিসেবে দাবি করেন। কিন্তু তারা ভোটার নম্বর জানাতে পারেননি। পরে সাতজনের মধ্যে পাঁচ জন ভুয়া ভোটাকে একটি কক্ষে আটকে রাখার নির্দেশ দেন আদালত।