প্রতিবেশী হত্যায় ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে ১১ বছর আগে প্রতিবেশীকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 09:36 AM
Updated : 31 March 2019, 09:36 AM

রোববার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বি.এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত জাহেরুল ইসলাম জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মেদনীসাগর কিসমত গ্রামের আবু তাহেরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান, যাবজ্জীবন ছাড়াও আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দশজনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, গ্রামের একখণ্ড জমি নিয়ে জাহেরুলের সঙ্গে তার প্রতিবেশী মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুপুরে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে জাহেরুল ও তার লোকজন আলীকে আটক করে মারধর করে।

পরে স্থানীয়রা আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি আলীর বড় ভাই মহির উদ্দীন হরিপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে জাহেরুলকে প্রধান আসামি করে আরও দশ জনের নামে মামলা দায়ের করেন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী মারা যান।

তদন্ত শেষে হরিপুর থানার এসআই নজরুল ইসলাম ২০০৮ সালের ২৬ জুন সব আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।