‘নৌকায় ভোট দেওয়ায়’ মারমুখী আ. লীগের বিদ্রোহী প্রার্থীর ভাতিজা

যশোরে চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় এক ভোটারকে মারধর করার অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভাতিজাকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 09:11 AM
Updated : 31 March 2019, 09:11 AM

চৌগাছা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদপুর হাজী মর্ত্তুজা সরদার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তারেক মাহমুদ পিয়াস নামে ওই যুবককে তারা আটক করেন।  

পিয়াস চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের ভাই এসএম শফিকুর রহমানের ছেলে।

উপজেলার বর্তমান চেয়ারম্যান হাবিব এবার দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন। আর নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এম মোস্তানিছুর রহমান।

এএসআই সাইফুল বলেন, হাজী মুর্ত্তুজা সরদার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লিটন নামে এক ভোটার নৌকা মার্কায় ভোট দেওয়ায় পিয়াস তাকে মারধর করেন। পরে পুলিশ তাকে ভোটকেন্দ্র থেকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের বক্তব্য জানা যায়নি।