প্রযুক্তির সাহায্যে অগ্নিকাণ্ড প্রতিরোধ সম্ভব: মোস্তাফা জব্বার

প্রযুক্তির সাহায্যে অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2019, 12:58 PM
Updated : 30 March 2019, 03:24 PM

শনিবার রাজশাহীতে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। সে প্রযুক্তি আমাদের কাছে আছে।”

গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনে ২৫ জন নিহত এবং অন্তত অর্ধশত আহত হয়েছেন।

মন্ত্রী বলেন, “আমাদের যে প্রযুক্তি রয়েছে তা ব্যবহার করে হাজার মাইল দূর থেকেও অগ্নিকাণ্ড সম্পর্কিত তথ্য পাওয়া সম্ভব। আমি খুশি হব যারা ভবন বানান তারা যদি আমাদের পরামর্শ নিয়ে সেসব প্রযুক্তি ব্যবহার করেন।”

শিথিলতার কারণে বহুতল ভবন নির্মাণে অনেক অনিয়ম হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে যারা কোড অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তিনি বলেন, যেসব ভবনে আগুন লাগছে সেগুলোতে আগুনের শত্রু যা তার সবকিছুর সমাবেশ করা হয়েছে।

“আমরা যখন হাইকেট পার্ক করছি তখন এ সমস্ত বিষয় বিবেচনা করে তৈরি করা হচ্ছে; যাতে একটি নিরাপদ জায়গা করা যায় সেই ব্যবস্থাটা করছি।”

এ সময় রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।