নীলফামারীর সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

তিনটি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত নীলফামারীর এক আসামিকে রাজধারনী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে নীলফামারীর পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2019, 05:48 PM
Updated : 29 March 2019, 05:48 PM

নীলফামারীর ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী জানান, গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের আদেশে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত মনোয়ার হোসেন চৌধুরী (৪৮) ডোমার উপজেলার সোনারায় গ্রামের আজিজুল হাসান চৌধুরীর ছেলে। সোরায় বাজারে অবস্থিত হাসান রাইস মিলের মালিক তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধারনী ঢাকার মিরপুরের পল্লবী এলাকার মা বিজনেস সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে রাতেই ডোমার থানায় আনা হয়।

ওসি মোকছেদ বলেন, মনোয়ারের বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে এক মামলায় এক বছর কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানা, আরেক মামলায় এক বছর কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

“তিনটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”