কুষ্টিয়ায় ‘উত্ত্যক্ত হয়ে কিশোরীর আত্মহত্যা’

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বখাটেরা উত্ত্যক্ত করায় নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2019, 02:26 PM
Updated : 29 March 2019, 03:44 PM

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম জানান, কাতলামারী গ্রামে মুন্নি খাতুন (১৫) নামে এই কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পেয়েছেন তারা।

মুন্নি ওই গ্রামের হেকমত আলীর মেয়ে। স্থানয়ী সদরপুর কেবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে।

মুন্নির চাচা হাসেম আলী বলে, চাচাত বোনের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মুন্নী ও তার দুই বোন আমলা বাজারে ফুল কিনতে গিয়েছিল।

“সেখান থেকে জয়নাল (২০) ও তার সহযোগীরা মুন্নীকে জোর করে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু বাড়ি ফিরে মুন্নি আত্মহত্যা করে।”

আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আশরাফুল ইসলাম বলেন, “পুলিশ মেয়েটিকে উদ্ধার করেছিল। পরে জানতে পারি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”