নোয়াখালীতে দুই প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, আহত ১০

নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে; যাদের মধ্যে এক স্কুলছাত্রসহ চারজন রয়েছে গুলিবিদ্ধ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 06:04 PM
Updated : 28 March 2019, 06:04 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় কবিরহাট বাজারে আওয়ামী লীগ প্রার্থী কামরুন নাহার শিউলী  ও স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে মুন্সি (৩০), শরীফ (২১), ইব্রহিম খলিল (৪০), রয়েল (৩০), মো. হাছান (১৪) ও ইকবাল হোসেনকে (৪২) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধি জয়নাল আবেদীনকে (৩৫) আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় কবিরহাট বাজারে দুপক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে গোলাগুলির ঘটনা ঘটে।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সন্ধ্যায় কবিরহাট বাজারে হঠাৎ মিছিল শুরু করে।

“এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

আহতদের মধ্যে চারজন গুলিবিদ্ধ রয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে হাছান স্কুল ছাত্র বলেও তিনি জানান।