বাঁচতে কেবল বেয়ে নামার সময় পড়ে মারা গেলেন মামুন

ঢাকায় বনানীর এফআর টাওয়ারে আগুনে নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি দিনাজপুর। তিনি আগুন থেকে বাঁচতে কেবল বেয়ে নামার সময় পড়ে মারা যান।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 04:51 PM
Updated : 28 March 2019, 07:28 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর পৌঁছার পর বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

আব্দুল্লাহ আল মামুন এফআর টাওয়ারের ১২তম তলায় হেরিটেজ এয়ার এক্সপ্রেস নামে একটি ট্রাভেল এজেন্সিতে একাউন্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন বলে তার ভাই জানিয়েছেন।

মামুন দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গার মৃত আবুল কাশেমের ছেলে।

মামুনের বড়ো ভাই মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের ১২তম তলায় হেরিটেজ এয়ার লাইন্সের কার্যালয়। এখানে প্রধান হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন মামুন।

মামুন স্ত্রী ও দুই মেয়ে তানহা (০৩) ও তাহিয়াকে (১০) নিয়ে ঢাকার কল্যাণপুরে থাকতেন।  

আগুন থেকে জীবন বাঁচাতে জালানা দিয়ে বের হওয়ার সময় পড়ে গিয়ে আব্দুল্লাহ আল মামুন নিহত হন বলে পরিবারের লোকজন শুনেছেন, বলেন মোশারফ।

বৃহস্পতিবার দুপুরে ২২ তলা এই ভবনে আগুন লাগে।