‘নৌকায় ভোট দেওয়ায় হাতুড়িপেটা’ প্রতিবন্ধীকে

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ‘নৌকায় ভোট দেওয়ায়’ এক প্রতিবন্ধী যুবককে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 03:15 PM
Updated : 28 March 2019, 03:15 PM

এ সময় ওই প্রতিবন্ধীর দোকানে হামলাকারীরা লুটপাটও করে বলে দাবি ওই ব্যক্তির।

দিঘা ইউনিয়নের নাগড়ীপাড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন জানিয়েছেন।

প্রতিবন্ধী হুমায়ন কবীর অভিযোগ করেন, ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিবেশী সাবেক চেয়ারম্যানের ছেলে প্রিন্স অওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দোয়াত কলমের পক্ষে অবস্থান নেন। তাকেও একই পক্ষে অবস্থান নেওয়ার চাপ দেন।

কিন্তু বাপ-দাদার আমল থেকে পারিবারিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক এবং তিনি প্রিন্সের কথায় রাজি হননি। তিনিসহ তার পরিবার সদস্যরা নৌকা মার্কার পক্ষে অবস্থান নেন বলে জানান।

নির্বাচনে ওই প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) দোয়াত কলম নিয়ে বিজয়ী হন।

হুমায়ন কবীর বলেন, এতে ক্ষিপ্ত হয়ে প্রিন্স স্থানীয় বিএনপিকর্মী খায়ের, আরেফিনসহ একটি সন্ত্রাসী গ্রুপ এনে পাল্লা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাকে হাতুড়ি ও হকি স্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় তারা দোকানের মালামাল লুপপাট করে ও নগদ কুড়ি হাজার টাকা নিয়ে যায় বলে হুমায়নের দাবি।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে তিনি মহম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন বলেন, তিনি বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি। 

এদিকে, ফোন বন্ধ থাকায় প্রিন্সের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানিয়েছে, ঘটার পর প্রিন্সসহ অন্যরা গা ঢাকা দিয়েছেন।