‘ভারত থেকে আনা’ ১০ হাজার কেজি চা জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে একটি প্রতিষ্ঠান থেকে দশ হাজার কেজি চা জব্দ করে গুদাম বন্ধ করে দেওয়া হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 02:46 PM
Updated : 28 March 2019, 02:46 PM

ওই চা কর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়েছে বলে পুলিশ দাবি করলেও ওই প্রতিষ্ঠানের মালিক তা অস্বীকার করেছেন।  

বৃহস্পতিবার কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুর ফুড গোডাউন পাড়ায় ব্যবসায়ী আক্কাচ আলীর বাড়িতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ এ অভিযানে অংশ নেয়। 

বিজিবির ৬ চুয়াডাঙ্গা ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান বলেন, তারা বেশ কিছুদিন আগে সংবাদ পান যে আক্কাচ আলী নামের একজন ব্যবসায়ী ভারত থেকে অবৈধভাবে চা এনে ‘টিউলী টি’ নামে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছেন।

“নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহযোগিতায় এই গুদামে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।”

তিনি বলেন, চা এর ব্যবসা করতে হলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তিনটি লাইসেন্স লাগে। কিন্তু তার একটি লাইসেন্সও তাদের নেই। এখন প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

প্রয়োজনীয় শর্ত পূরণ করে তিনি ব্যবসা করতে পারবেন বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

তবে ব্যবসায়ী আক্কাচ আলী বিজিবির অভিযোগ নাকচ করে বলেন, “আমি সিলেটের বিভিন্ন স্থান থেকে টেন্ডারের মাধ্যমে চা কিনে এনে প্যাকেটজাত করে বিক্রি করি। টেন্ডারের সময়ই সরকার ট্যাক্স কেটে রাখে। আমার ব্যবসা প্রতিষ্ঠানের সব কাগজপত্র আছে।”  

এ ব্যাপারে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, জব্দকৃত চায়ের কাগজপত্র পরীক্ষার জন্য কাস্টমসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।