যশোরে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

যশোরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১৫জন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 10:34 AM
Updated : 28 March 2019, 10:34 AM

বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এবং সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া এলাকার যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সমীর সরকার বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মোটর সাইকেল আরোহী আলেক সরদারকে (৫৫) একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আলোক শংকরপুর এলাকার ইসহাক সরদারের ছেলে।

প্রায় একই সময় চাউলিয়া এলাকায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।  

তারা হলেন- মণিরামপুর উপজেলার গাবুখালি গ্রামের সুবাস বৈরাগীর ছেলে সুব্রত বৈরাগী (২২), সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের সুলতান মোল্লর ছেলে শামিম মোল্লা (১৯) ও এমণিরামপুরের ভোজগাতি গ্রামের ঋষিকান্তের স্ত্রী শিউলি (২৬)।

দুর্ঘটনার খবর শুনে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদুজ্জামান আজাদ বলেন, হাসপাতালে আনার আগে দুই এবং পরে একজন মারা যান।

আহতদের মধ্যে হাত-পা ভাঙা ও মাথায় আঘাতপ্রাপ্তের সংখ্যা বেশি। তাদের মধ্যে অভয়নগর উপজেলার সাকিব (৩৫) নামে এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শক সমীর জানান, দুর্ঘটনায় আরও পাঁচ শিশু, দুই নারীসহ আহত হন ১৫ জন; তাদের মধ্যে চার-পাঁচজনের হাত পা ভেঙে গেছে।

দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি পুলিশ আটক করলেও চালক ও তাদের সহযোগীরা পালিয়ে গেছে।