খুলনায় ‘গোলাগুলির পর’ মাদকের আসামির লাশ উদ্ধার

খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক মাদকের আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 04:08 AM
Updated : 28 March 2019, 04:08 AM

বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির বলছেন, ‘মাদক চোরাকারবারিদের দুটি দলের মধ্যে’ গোলাগুলিতে আসাদুজ্জামান মিটুল নামের ২৮ বছর বয়সী ওই যুবক নিহত হন। 

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার গঙ্গারামপুর গ্রামের খেজুরতলাগেইট এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে ওসির ভাষ্য।

নিহত মিটুল খুলনা নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া এলাক গ্রামের লালন হাসান ফকিরের ছেলে।

তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বটিয়াঘাটার ওসি বলেন, ‘মাদক ব্যবসার ভাগাভাগি’ নিয়ে দুই দল চোরাকারবারির মধ্যে গোলাগুলির খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ খেজুরতলাগেইট এলাকায় যায়।

“পুলিশ দেখে ৪-৫ জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে আসাদুজ্জামান মিটুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ মিটুলকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, বন্দুকের একটি গুলি ও ব্যবহৃত দুটি কার্তুজের খোল আলামত হিসেবে উদ্ধার করার কথা জানিয়েছেন তিনি।