শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে ফাঁসির রায়

শরীয়তপুরে যৌতুকের দাবিতে নির্যাতন করে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2019, 02:12 PM
Updated : 27 March 2019, 02:12 PM

শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস ছালাম খান বুধবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ফারুক খলিফা সদর উপজেলার পশ্চিম কোয়ারপুর বেপারীকান্দির গ্রামের জলিল খলিফার ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তারা হলেন ফারুকের বাবা জলিল খলিফা ও ফুলমতী বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজ আহমেদ মামলার নথির বরাতে জানান, ২০১০ সালে একই গ্রামের আবুল হোসেন খানের মেয়ে শেফালী বেগমের সঙ্গে ফারুকের বিয়ে হয়। এর পর থেকে যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে শ্বশুরবাড়ির লোকজন। এর ধারাবাহিকতায় ২০১১ সালের ২৬ ডিসেম্বর নির্যাতনে শেফালী অসুস্থ হন। পরের বছর শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর আগেই তার বাবা আবুল হোসেন পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আইনজীবী ফিরোজ বলেন, মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে ফারুককে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দিয়েছে।

রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামিপক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে দাবি তারা উচ্চআদালতে যাবে বলে জানিয়েছে।

এ মামলায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা, মেডিকেল অফিসার, জবানবন্দী গ্রহণকারী বিচারিক হাকিমসহ মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তারপর একটানা চার দিন যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় দেয় বলে জানান আইনজীবী ফিরোজ। 

মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন মো. কবির হোসেন ও তরিকুল ইসলাম সোহাগ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী বজলুর রশিদ আকন্দ।