স্বাধীনতা দিবস: মাদারীপুরে ভ্রাম্যমাণ বইমেলা শুরু

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাদারীপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 04:37 PM
Updated : 26 March 2019, 04:37 PM

মঙ্গলবার শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। 

‘আলোকিত মানুষ চাই’ স্লোগানে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলা আগামী শুক্রবার পর্যন্ত চলবে বলে জানান এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহজাহান খান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র ইনচার্জ দোলোয়ার হোসেন জানান, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ এই বই মেলায় দেশি-বিদেশি লেখকের ইতিহাস, ঐতিহ্য, গল্প, উপন্যাসসহ বিভিন্ন ধরনের চার হাজারের বেশি বই পাওয়া যাবে।

এই বই মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত প্রতিটি বইয়ে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন, স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র ইনচার্জ দোলোয়ার হোসেন, ইনচার্জ আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।