কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে; আহত হয়েছে অন্তত ১৩ জন।  

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 07:14 AM
Updated : 26 March 2019, 07:15 AM

মঙ্গলবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এবং চান্দিনা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

সদর দক্ষিণ থানার ওসি মামুন-উর রশিদ জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর মাদ্রাসার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার সকাল ৭টায় লেগুনা খাদে পড়ে ঘটনাস্থলেই এক স্কুল ছাত্রী নিহত হয়। এতে আহত হয়েছে আরও পাঁচ শিক্ষার্থী।

নিহত রিয়া সাহা (১৬) বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

আহত ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মনিকা (১৪), সাবেকুন্নাহার (১৪), অংকন সাহা (১৪), রুমি আক্তার (১৪) ও সালমা আক্তারসহ ১৩ জনকে স্থানীয় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার জানান, সকালে বিদ্যালয় থেকে তিনটি লেগুনায় করে শিক্ষার্থীরা উপজেলায় স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যাচ্ছিল।পথে শিক্ষার্থীরা এ দুর্ঘটনার শিকার হয়।

এক শিক্ষার্থী জানান, সকাল ৬টার দিকে স্কুল থেকে প্রায় ১৮ জন শিক্ষার্থী একটি লেগুনায় করে রওনা রওনা হয়। মোস্তফাপুর মাদ্রাসার সামনে এসে লেগুনাটি কাঁপতে থাকে এবং কিছুক্ষণ পর রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

অন্যদিকে চান্দিনার কুটুম্বরপুরে ট্রাক্টর চাপায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয় বলে কুমিল্লা হাইওয়ে ইলিয়াসগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি মুনিরুল ইসলাম জানান।
তিনি বলেন, “রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাক্টরটি ওই স্কুল ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”  

তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।