পা হারানো সেই শিশু প্রাথমিক সমাপনীতে বৃত্তি পেয়েছে

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় পা হারানো সেই শিশু মোফতাহুল জান্নাত নিপা পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে।

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 12:45 PM
Updated : 25 March 2019, 12:45 PM

রোববার প্রাথমিক বৃত্তির এই ফলাফল প্রকাশিত হয় বলে জানান শার্শার বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।

মোফতাহুল জান্নাত নিপা (১১) শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

গত বুধবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কে পল্লী বিদ্যুতের একটি গাড়ি তাদের বহনকারী স্কুলভ্যানকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোফতাহুল জান্নাত নিপা। তাকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুর রউফ বলেন, মেয়েটির ডান হাঁটুর নিচের অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। এছাড়া তার বাম পা ও ডান হাত ভেঙে গেছে।

বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান বলেন, নিপা গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ে ভর্তি হয়। ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায়ও সে প্রথম হয়েছিল।

বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল সে।