রাজশাহীতে বিদেশি মুদ্রা জালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজশাহী শহর থেকে বিদেশি মুদ্রা জালচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 10:35 AM
Updated : 25 March 2019, 10:35 AM

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন জানান, সোমবার সকালে শহরের লক্ষ্মীপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন মাদারীপুর জেলার শিবচরের বৈকুণ্ঠপুর এলাকার কাদির মোল্লার দুই ছেলে টুটুল মোল্লা (৪৫), মমতাজ উদ্দিন মোল্লা (২৮), গোপালগঞ্জ আকদিয়া এলাকার মজিবুর শেখের ছেলে ইলু শেখ (৩২) ও একই এলাকার খালেক শেখেরে ছেলে বাবলু শেখ (৩৫)।

পুলিশ কর্মকর্তা আল-মামুন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকায় সেঞ্চুরি আবাসিক হোটেলে অভিয়ান চালিয়ে গ্রেপ্তার করা হয় ইলু ও বাবুলকে। তাদের কাছে মেলে দুটি ১০০ রিয়ালের সৌদি আসল নোট ও ২০১টি জাল নোট। তাদের দেওয়া তথ্যে হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে টুটুল ও মমতাজকে গ্রেপ্তার করা হয়।

“তারা বেশ কিছুদিন ধরে রাজশাহীতে থেকে বিদেশি জাল মুদ্রার কারবার করছিলেন।”