কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে তিন বছর আগের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ছে আদালত। 

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 08:58 AM
Updated : 25 March 2019, 08:58 AM

সোমবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত মো. রাকিব (২৪) দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খালেক সরদারের ছেলে।

ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

রায় ঘোষণার সময় রাকিব আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না; তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ০১ জানুয়ারি সকালে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে রাকিব ও তার দুই সহযোগী তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে ২৫ জানুয়ারি দৌলতপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ১৫ সেপ্টেম্বর পুলিশ রাকিবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।