বরিশালে ২টিতে আ. লীগ, ১টিতে স্বতন্ত্র জয়ী

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালে তিনটি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে দুইটিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 05:36 PM
Updated : 24 March 2019, 05:36 PM

নির্বাচিতরা হলেন বাবুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কাজী এমদাদুল হক, উজিরপুরে আওয়ামী লীগের আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও হিজলায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন ঢালী।

রোববার রাতে বরিশাল জেলা নির্বাচন অফিসার নুরুল আলম বলেন, বাবুগঞ্জ উপজেলায় নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কাজী এমদাদুল হক। তার প্রাপ্ত ভোট ৩০ হাজার ৪৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোজাম্মেল হক হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৬৯৯ ভোট।

উজিরপুর উপজেলায় আব্দুল মজিদ সিকদার বাচ্চু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ১৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  কাপ-পিরিচ প্রতীকের হাফিজুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪৭৫ ভোট। 

হিজলা উপজেলায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন ঢালী ২৫ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী সুলতান মাহমুদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৫৮৩ ভোট।

এছাড়া ৬ উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।