‘আগের রাতেই বাক্স ভরায়’ কটিয়াদীর ভোট স্থগিত

আগের রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভরার ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রিতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 07:00 AM
Updated : 24 March 2019, 07:40 AM

সেই সঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও কটিয়াদীর ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।  

রোববার সকাল ৮টায় কটিয়াদীসহ দেশের ১১৭টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়।

কটিয়াদী থানার ওসি মো. শামসুদ্দিন

কিশোরগঞ্জের জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে।

“অভিযোগের সত্যতা মেলায় রোববার সকাল ১০টার দিকে কটিয়াদী উপজেলার ৮৯টি কেন্দ্রের সব কটিতে ভোটগ্রহণ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।”

অনিয়মে জড়িত থাকার অভিযোগে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মো. শামসুদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।