বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘বাস থেকে ফেলে হত্যা’: চালক আটক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘বাস থেকে ফেলে হত্যার’ ঘটনায় ওই গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2019, 05:33 PM
Updated : 24 March 2019, 08:02 AM

শনিবার রাত ১১টার দিকে সিলেট নগরীর কদমতলী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয় বলে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন।

আটক জুয়েল উদার পরিবহনের বাসটির চালক। তবে বাসটির চালকসহকারীকে আটক করা যায়নি।

শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়াকের শেরপুর এলাকায় বাস থেকে পড়ে নিহত হন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ঘোরি মোহাম্মদ ওয়াসিম (২১)।

তাকে উদার পরিবহনের বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিযোগ।

ওয়াসিমের সহপাঠীদের বরাত দিয়ে উপাচার্য  মতিয়ার রহমান হাওলাদার বলেন, বিকাল ৫টার দিকে ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাসে নবীগঞ্জের গোপলালবাজার থেকে ওঠেন ওয়াসিম ও তার কয়েকজন সহপাঠী।

“সিট না পাওয়া ও বাস ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। তারা শেরপুরে বাস থেকে নামতে চাইলে বাসের হেলপার ওয়াসিমকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।”

গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।