উল্টো পথে আসা বাসের ধাক্কায় শিশু নিহত

মুন্সীগঞ্জে উল্টো পথে আসা বাসের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2019, 01:08 PM
Updated : 23 March 2019, 01:08 PM

নিহত অন্তর (১২) জেলার লৌহজং উপজেলার মেদেনী মণ্ডল এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. রাজা মিয়ার ছেলে। মেদেনী মণ্ডল আনোয়ার আলী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে।

শনিবার দুপুরে মেদেনী মণ্ডলে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই গোলাম মোর্শেদ তালুকদার বলেন, “অন্তর স্কুল থেকে বাড়িতে টিফিন খেতে যাচ্ছিল। এ সময় মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনফুল পরিবহনের একটি বাস উল্টো পাশ দিয়ে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই সে নিহত হয়।”

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয় জনতা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় আড়াই ঘণ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলামের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।