বাগেরহাটে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী আটক

বাগেরহাটের শরণখোলা উপজেলায় স্বামীকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2019, 10:44 AM
Updated : 23 March 2019, 10:44 AM

তবে স্ত্রীর দাবি, স্বামী তাকে দা দিয়ে কোপ দিতে গেলে তিনি তা কেড়ে নিয়ে পাল্টা কোপ দেন।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, আহত রোমান মৃধাকে (২৮) আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোমান শরণখোলা উপজেলার দক্ষিণ বাধাল গ্রামের নাজির আহম্মেদ মৃধার ছেলে। যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর কাজ করেন তিনি।

এ ঘটনায় শনিবার দুপুরে আহত রোমান মৃধার মা রেনু বেগম থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।

রেনু সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে ঘরের মধ্যে গোঙানির শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তখন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখেন রোমানকে লেপ দিয়ে ঢেকে রাখা। ঘরের মেঝে ও বিছানা রক্তে ভেজা।

“লেপ সরিয়ে ছেলেকে গলা কাটা অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা তাকে হাসপাতালে নিয়ে যায়।”

এরই মধ্যে রোমানের ২৩ বছর বয়সী স্ত্রী পালিয়ে যান বলে রেনু জানান।

ওসি দিলীপ বলেন, মামলার পর পুলিশ তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

রোমানের স্ত্রীর বরাতে ওসি দিলীপ বলেন, তার বাবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর প্রায় আট মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর দুই পরিবারের মধ্যে কোনো যোগাযোগ ছিল না।

“রোমানের স্ত্রীর দাবি, বিয়ের পর থেকেই স্বামী তাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। শুক্রবার রাতে স্বামী তাকে দা দিয়ে কোপ দিতে গেলে তিনি তার কাছ থেকে দা কেড়ে নিয়ে পাল্টা কোপ দেন। তার হত্যা করার ইচ্ছা নেই।”