ফরিদপুরে ‘জমির বিরোধের’ জেরে হামলায় আহত প্রবাসী মৃত্যু

ফরিদপুরে ‘জমির বিরোধের’ জেরে হামলায় আহত এক প্রবাসীর মৃত্যু হয়েছে; যাকে তার ভাতিজারা শাবলের আঘাতে আহত করেন বলে পরিবারের অভিযোগ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 05:37 PM
Updated : 22 March 2019, 05:37 PM

ভাঙ্গা থানার এসআই আবুল হোসেন জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু শেখ (৩৮) নামে এই প্রবাসীর মৃত্যু হয়।

বাচ্চু ওই উপজেলার শেখপুরা গ্রামের বাদশা শেখের ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের বাবা তিনি। দীর্ঘদিন ওমানে ছিলেন। মাস খানেক আগে দেশে আসেন বলে পরিবার জানিয়েছে।

এসআই হোসেন বলেন, জমির বিরোধের জেরে বুধবার বিকেলে বাচ্চুর ওপর হামলা হয় বলে মামলা করে পরিবার। মামলায় বাচ্চুর চাচাত ভাই ও তাদের সহযোগীদের আসামি করা হয়। মৃত্যুর ফলে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে।

কাউরিবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হাসনাত জানান, বাচ্চুর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল দুই চাচার ছেলেদের। এ নিয়ে বিরোধের জেরে পিটুনিতে আহত হয়ে তিনি মারা যান।