মৌলভীবাজারে মনু নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীতে ডুবে এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 04:29 PM
Updated : 22 March 2019, 04:29 PM

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে আব্দুছ ছালাম (১৭) নামে এই শিক্ষার্থীর মৃত্যু হয়।

সালাম নরসিংদীর শিবপুর থানার আছকিরতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বন্ধুদের সঙ্গে মৌলভীবাজার বেড়াতে এসেছিল।

তার বন্ধু সুলেমান বলেন, বৃহস্পতিবার রাতে তারা মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য আসেন। শুক্রবার সকালে মাধবকুণ্ড জলপ্রপাত দেখে শমসেরনগরের মাধবপুর লেকে যাওয়ার পথে কুলাউড়া-শমসেরনগর রোডের কটারকোনায় মনু নদীতে গোসল করার জন্য গাড়ি থেকে নামে।

“একপর্যায়ে সবার অলক্ষে সালাম পানিতে ডুবে যায়। পরে তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুজি ও চিৎকার করতে থাকে। চিৎকার শুনে প্রথমে স্থানীয়রা এবং পরে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে সালামকে নদী থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকর মো. নাসের রাশু সালামকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী।