বাঘাইছড়ি হত্যাকাণ্ড: ঘটনাস্থলে মানবাধিকার কমিশনের পরিচালক

রাঙামাটির বাঘাইছড়িতে নিবাচনকর্মীসহ সাতজনকে হত্যার চার দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও নিরীক্ষা) আল মাহমুদ ফাইজুল কবির।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 11:58 AM
Updated : 22 March 2019, 11:58 AM

শুক্রবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকাবাসী ও বাঘাইছড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন।

ফাইজুল কবির বলেন, “ভুক্তভোগীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। বিকালে প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

উপজেলার পরিষদ নির্বাচনে গত ১৮ মার্চ ভোট গ্রহণ শেষে সাজেকের তিনটি কেন্দ্র থেকে ভোট বাক্স নিয়ে চাঁদের গাড়িতে করে ফেরার পথে নয়মাইল এলাকায় তাদের ওপর সশস্ত্র হামলা হয়।

এতে দুই পোলিং অফিসার, চার আনসার সদস্য ও মন্টু চাকমা নামে এক ব্যক্তি নিহত হন।

হামলায় আহত হন আরও অন্তত ১৫ জন। তাদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রাম ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। তারা এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন।

হামলার সময় আনসার সদস্য মিহির দত্তের ৩০৩ রাইফেল হারিয়ে গেলে শুক্রবার তা তারা উদ্ধার করেন।

এদিকে নিহত চার আনসার সদস্যের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দিয়েছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে চট্টগ্রাম রেঞ্জের উপ মহা-পরিচালনক মো. শামসুল আলম নিহতদের পরিবারকে এই টাকা দেন শুক্রবার সকালে।

এছাড়া হামলার সময় গুলিবিদ্ধ আরও দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।