ভোটের দায়িত্ব থেকে সরানো হল কোটালীপাড়ার ওসিকে

পক্ষপাতের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ার ওসি মো. কামরুল ফারুককে উপজেলা নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 06:15 AM
Updated : 22 March 2019, 06:18 AM

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব নূর নাহার ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশের কথা জানানো হয়।

ওসি কামরুলের পরিবর্তে ওই থানার পরিদর্শক (তদন্তকে) মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একজন অতিরিক্ত পুলিশ সুপারকে নির্বাচন তদারকির দায়িত্ব দিতে বলা হয়েছে ওই চিঠিতে।

গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার ওহিদুজ্জামান মুন্সী  বলেন, কোটালীপাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাস নির্বাচন কমিশনে ওসি কামরুলের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন।

অভিযোগের ‘সত্যতা পেয়ে’ নির্বাচন কমিশন তাকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানান এ নির্বাচন কর্মকর্তা।