মৌলভীবাজারে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার প্রায় ১৪ বছর পর তার স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে মৌলভীবাজারের একটি আদালত।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2019, 02:39 PM
Updated : 21 March 2019, 02:39 PM

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের এই রায় দেন বলে জানান ওই আদালতের পিপি এ এস এম আজাদুর রহমান।

রায়ে ওই ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

দণ্ডিত আব্দুল হান্নান (৪৮) জেলার শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় হান্নান পলাতক ছিলেন।

পিপি আজাদুর রহমান বলেন, ২০০৫ সালের ২৭ মে রাতে পারিবারিক কলহের জের তার আব্দুল আব্দুল হান্নান তার স্ত্রী হুসনা বেগমকে মারপিট শেষে গলাটিপে হত্যা করেন। 

এ ঘটনায় স্বামীসহ তিনজনকে আসামি করে হুসনার মামা মনির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার অপর দুই আসামি নিহতের ভাসুর জালাল মিয়া ও জা রেজিয়া বেগমকে বেখসুর খালাস দেয় আদালত।