সাভারে হেলে পড়েছে ৬ তলা ভবন, এলাকায় আতঙ্ক

ঢাকার সাভারে ছয়তলা একটি ভবন হেলে পড়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2019, 01:07 PM
Updated : 21 March 2019, 01:10 PM

বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় জিয়াউর রহমান নামে এক ব্যক্তির বাড়িটি হেলে পড়ার খবর ছড়িয়ে পড়ে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি কাত হওয়া অবস্থায় দেখতে পেয়েছেন ফায়ার সার্ভিসকর্মীরা।”

পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।

সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন, “আমরা কাত হওয়া অবস্থা দেখতে পেয়েছি। আপাতত নিরাপত্তার স্বার্থে এর বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা পরীক্ষার পর যদি বসবাসের উপযুক্ত মনে করেন তাহলে বসবাস করা যাবে।”

এলাকাবাসী জানান, বিকেলে হঠাৎ করে ওই বাড়িটি পাশের নাজিমুদ্দিন নামের এক ব্যক্তির ছয়তলা ভবনের দিকে হেলে পড়ে।

ছয়তলার এই আবাসিক ভবনটি কাত হয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে হেলে পড়া ভবনটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে।

হেলে পড়া ভবনটির তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। মালিকের ফোন নম্বর বা মালিক কোথায় থাকেন তাও তিনি বলেননি।