লালন স্মরণে কুষ্টিয়ায় ৩ দিনের উৎসব শুরু

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আঁখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনের লালন স্মরণোৎসব।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2019, 10:30 AM
Updated : 21 March 2019, 11:15 AM

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বুধবার রাতে এ উৎসবের উদদ্বোধন করেন।   

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এ উৎসব চলবে শুক্রবার পর্যন্ত।

লালন উৎসবের এবারের প্রতিপাদ্য- ফকির লালন সাঁইজির অমর বাণী- ‘মনের গরল যাবে যখন, সুধাময় সব দেখবি তখন”।

উৎসবকে ঘিরে প্রতিদিন আলোচনা শেষে গভীর রাত লালন মুক্তমঞ্চে লালন সংগীত পরিবেশনা এবং কালীগঙ্গার মাঠে গ্রামীণ মেলা বসবে। 

প্রতিবছর বাউল সাধকরা চৈত্রের পূর্ণিমা তিথিতে গানে গানে লালনকে স্মরণ করেন।

লালন মূলমঞ্চে উৎসবের উদ্ধোধন করে তৌফিক-ই-ইলাহী বলেন, “লালনের সঙ্গে মানুষের একটা আত্মার সর্ম্পক আছে। লালনের অসাম্প্রদায়িক আধ্যাত্মিক বাণী ধারণ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরাও আরেকটা উদাহরণ সৃষ্টি করতে পারি।

“মানুষের প্রতি ভালোবাসা দেখাতে হবে, পশুপাখি, গাছপালা, প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে। তবেই লালন স্মরণোৎসব পালন আসা স্বার্থক হবে।”

কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য হারুন-উর-রশিদ-আসকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এ সময় বক্তব্য দেন।   

আলোচনা শেষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন।