উপজেলা নির্বাচন: মিঠাপুকুরে সভা সমাবেশ নিষিদ্ধ 

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রংপুরের মিঠাপুকুরে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 03:53 PM
Updated : 20 March 2019, 03:56 PM

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, বুধবার থেকে আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত উপজেলার দমদমা সেতু থেকে শঠিবাড়ির ভাবনা ফিলিং স্টেশন পর্যন্ত মহাসড়কে ১৪৪ ধারা জারি থাকবে।

বিষয়টি জানিয়ে বুধবার সকাল থেকে ওই এলাকায় মাইকিং করা হচ্ছে।

ওসি বলেন, সোমবার রাতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান মঞ্জুর এক সমর্থকের ওষুধের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেনকে হুকুমের আসামি করে কয়েকজনের নামে ওই সমর্থক থানায় অভিযোগ দেন বলে ওসি জানান।

মামলা রেকর্ডভুক্ত করার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মিঠাপুকুর বাসস্ট্যান্ডের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মঞ্জুর সমর্থকরা। পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।